, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি নির্বাচিত হলে সাংবাদিক সমাজসহ সকলের কল্যাণে কাজ করবো: ইলিয়াসপত্নী লুনা বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেতা গ্রেফতার দিরাইয়ে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে ব্র্যাকের সমন্বয় সভা ইন শা আল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান সিলেটে পাঁচ পীরের মাজারে পাওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত বিজয় দিবসে সিলেট ও হবিগঞ্জে দুর্ঘটনা ও অস্বাভাবিক মৃত্যু: একদিনে ঝরল অন্তত পাঁচ প্রাণ সিলেটে বিজয় দিবসের দিনে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির অভিযান, সাড়ে পাঁচ কোটির বেশি টাকার চোরাচালানি জব্দ সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান: ১১ জন আটক

সিলেট-৩ কে আধুনিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চান এনসিপি প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) উন্নয়ন বঞ্চনা দূর করে একটি আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তোলার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত এ আসনকে আধুনিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চান। অতীতের প্রতিনিধিরা পরিকল্পনাহীন রাজনীতির শিকার জনগুরুত্বপূর্ণ এ আসনটিকে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা নিয়েই তিনি সাজাতে ইতিমধ্যে তিনি কাজ শুরু করেছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসে থেকে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ব্যারিস্টার জুনেদ লন্ডনে “বার-এট-ল” সম্পন্ন করে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের হরিনাথপুর গ্রামের সন্তান। তাঁর বাবা মরহুম হাজী রেহান উদ্দিন ছিলেন সাবেক জনপ্রতিনিধি ও সমাজসেবক, মা নুরুন্নেছা বেগম একজন গৃহিণী।

গত কয়েক বছর ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের পর থেকেই সিলেট-৩ আসনের তিন উপজেলার সমস্যা চিহ্নিত করে কাজ করে যাচ্ছেন। যোগাযোগব্যবস্থা, শিক্ষা, নগর পরিকল্পনা ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

ব্যারিস্টার জুনেদ বলেন, “দক্ষিণ সুরমা শহর হলেও এখনো পরিকল্পিত নগরায়নের আওতায় আসেনি। অপরিকল্পিতভাবে ঘর-বাড়ি ও বস্তি গড়ে উঠছে, সৌন্দর্য ও শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে। আমি দক্ষিণ সুরমাকে আধুনিক নগরায়নে রূপ দিতে চাই।”

শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, “সিলেট-৩ আসনের অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থেকে শিক্ষার মান হারিয়েছে। আমি শিক্ষকদের সম্মান ও শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।”

বালাগঞ্জের নদীভাঙন সমস্যা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর ভাষায়, “কুশিয়ারা নদীর চর ভরাট হয়ে বালাগঞ্জের বাড়িঘর ও রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। আমি ইতিমধ্যে বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছি—চর ড্রেজিং করে নদী গভীর করার উদ্যোগ নেওয়া হবে।”

এনসিপি এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রার্থী ঘোষণা না করলেও ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ইতিমধ্যেই নিজস্ব উদ্যোগে মাঠে সক্রিয়। তরুণ প্রজন্মের জন্য কারিগরি শিক্ষা, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের মাধ্যমে সিলেট-৩ কে “আধুনিক শিল্পাঞ্চল” হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসনে এনসিপির এই তরুণ প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ হবেন একটি শক্ত প্রতিদ্বন্দ্বী ও নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতীক।

শিক্ষানুরাগী এবং ‘জুলাই আন্দোলন’-এর অন্যতম সংগঠক হিসেবে পরিচিত জুনেদ প্রবাসে অর্জিত জ্ঞান ও প্রযুক্তি দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষা, প্রযুক্তি ও জবাবদিহিতা-নির্ভর নতুন রাজনীতির অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন।

প্রবাসে অর্জিত অভিজ্ঞতা ও প্রযুক্তি জ্ঞানকে দেশের রাজনীতিতে প্রয়োগের মাধ্যমে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট-৩ আসনে নতুন রাজনৈতিক উচ্ছ্বাস তৈরি করতে চান। তিনি আগামীর সফলতায় সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।

জনপ্রিয়

আমি নির্বাচিত হলে সাংবাদিক সমাজসহ সকলের কল্যাণে কাজ করবো: ইলিয়াসপত্নী লুনা

সিলেট-৩ কে আধুনিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চান এনসিপি প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

প্রকাশের সময় : ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) উন্নয়ন বঞ্চনা দূর করে একটি আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তোলার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত এ আসনকে আধুনিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চান। অতীতের প্রতিনিধিরা পরিকল্পনাহীন রাজনীতির শিকার জনগুরুত্বপূর্ণ এ আসনটিকে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা নিয়েই তিনি সাজাতে ইতিমধ্যে তিনি কাজ শুরু করেছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসে থেকে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ব্যারিস্টার জুনেদ লন্ডনে “বার-এট-ল” সম্পন্ন করে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের হরিনাথপুর গ্রামের সন্তান। তাঁর বাবা মরহুম হাজী রেহান উদ্দিন ছিলেন সাবেক জনপ্রতিনিধি ও সমাজসেবক, মা নুরুন্নেছা বেগম একজন গৃহিণী।

গত কয়েক বছর ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের পর থেকেই সিলেট-৩ আসনের তিন উপজেলার সমস্যা চিহ্নিত করে কাজ করে যাচ্ছেন। যোগাযোগব্যবস্থা, শিক্ষা, নগর পরিকল্পনা ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

ব্যারিস্টার জুনেদ বলেন, “দক্ষিণ সুরমা শহর হলেও এখনো পরিকল্পিত নগরায়নের আওতায় আসেনি। অপরিকল্পিতভাবে ঘর-বাড়ি ও বস্তি গড়ে উঠছে, সৌন্দর্য ও শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে। আমি দক্ষিণ সুরমাকে আধুনিক নগরায়নে রূপ দিতে চাই।”

শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, “সিলেট-৩ আসনের অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থেকে শিক্ষার মান হারিয়েছে। আমি শিক্ষকদের সম্মান ও শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।”

বালাগঞ্জের নদীভাঙন সমস্যা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর ভাষায়, “কুশিয়ারা নদীর চর ভরাট হয়ে বালাগঞ্জের বাড়িঘর ও রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। আমি ইতিমধ্যে বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছি—চর ড্রেজিং করে নদী গভীর করার উদ্যোগ নেওয়া হবে।”

এনসিপি এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রার্থী ঘোষণা না করলেও ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ইতিমধ্যেই নিজস্ব উদ্যোগে মাঠে সক্রিয়। তরুণ প্রজন্মের জন্য কারিগরি শিক্ষা, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের মাধ্যমে সিলেট-৩ কে “আধুনিক শিল্পাঞ্চল” হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসনে এনসিপির এই তরুণ প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ হবেন একটি শক্ত প্রতিদ্বন্দ্বী ও নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতীক।

শিক্ষানুরাগী এবং ‘জুলাই আন্দোলন’-এর অন্যতম সংগঠক হিসেবে পরিচিত জুনেদ প্রবাসে অর্জিত জ্ঞান ও প্রযুক্তি দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষা, প্রযুক্তি ও জবাবদিহিতা-নির্ভর নতুন রাজনীতির অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন।

প্রবাসে অর্জিত অভিজ্ঞতা ও প্রযুক্তি জ্ঞানকে দেশের রাজনীতিতে প্রয়োগের মাধ্যমে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট-৩ আসনে নতুন রাজনৈতিক উচ্ছ্বাস তৈরি করতে চান। তিনি আগামীর সফলতায় সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।