সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান আরআরএফ রিজার্ভ অফিস সিলেট পরিদর্শন করেছেন।
তিনি বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার লালাবাজারস্থ
আরআরএফ রিজার্ভ অফিস পরিদর্শন করেন।
ডিআইজি আরআরএফ সিলেটে এসে পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আরআরএফ সিলেট কামান্ড্যান্ট মোঃ হাসান নাহিদ চৌধুরী।
পরবর্তীতে তিনি আরআরএফ সিলেটের মাস্টার প্যারেড পরিদর্শন ও সালামি গ্রহণ করেন।
পরবর্তীতে তিনি কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্ৰহণ করেন। সভায় প্রধান অতিথি অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভা শেষে ডিআইজি রিজার্ভ অফিস সহ বিভাগীয় ভান্ডার, পোশাক ভান্ডার, অস্ত্রাগার, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, আরআরএফ, সিলেট এর বিভিন্ন রেজিস্ট্রার পত্রাদি পর্যবেক্ষন করেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। তাছাড়াও তিনি পুলিশ লাইন্স ব্যারাক, খাবার ম্যাচ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সুজন সরকার, সিলেটসহ আরআরএফ, সিলেটের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক 



















