ঢাকা -সিলেট মহাসড়কের ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় মো. আওলাদ আলী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার রাতে উপজেলার বেগমপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ঢাকামুখী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে বেগমপুর এলাকায় দাঁড়িয়ে থাকা পথচারী আওলাদ আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন এবং স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আওলাদ আলী মারা যান।
নিহত আওলাদ আলী উপজেলার ফকিরাবাদ বেগমপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসমানীনগর প্রতিনিধি 



















