কাভার্ড ভ্যানে করে পাচারের সময় সিলেটে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সিলেট নগরীর শাহপরাণ বাইপাসের মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাওউড়াই গ্রামের মো. মহিবুল্লাহর ছেলে জিসান আল ইমরান এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার বালিপাড়া গ্রামের মো. তাজির উদ্দিনের ছেলে আবদুল হানিফ।
পুলিশ জানায়, মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চলছিল। এসময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৬৬০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারতীয় এসব কম্বল অবৈধভাবে আনার চেষ্টা করা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



















