শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুডকোর্টে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ মোহনের ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় ফিল্টারটি স্থাপন করা হয়।
শাবিপ্রবির শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ফুডকোর্টে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ছাত্রদল নেতা মোহন নিজ উদ্যোগেই ফিল্টার স্থাপনের উদ্যোগ নেন।
এ বিষয়ে আদনান আহমেদ মোহন বলেন, শিক্ষার্থীদের অনেকদিনের দাবি ছিল ফুডকোর্টে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। আমরা প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সমাধান পাইনি। তাই শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে ব্যক্তিগত উদ্যোগে ফিল্টার স্থাপন করেছি। আশা করি এতে বিশুদ্ধ পানির সংকট কিছুটা হলেও দূর হবে।
ফিল্টার স্থাপনের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাইম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সহ-সভাপতি মার্জিয়া সুলতানা পিংকি, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান চাঁদ, মারুফ বিল্লাহ, আফফান, মুস্তাকিম প্রমুখ।
শিক্ষার্থীরা জানান, ফুডকোর্টে বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় এখন তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। তারা উদ্যোগটির প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শাবিপ্রবি প্রতিনিধি 



















