, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ চাচা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সিলেট প্রেসক্লাব মেম্বারস ফ্যামিলি ডে উদযাপন মৌলভীবাজারে বাছুরসহ গাভি চুরি, বিধবার চোখে নেই শান্তি সিলেটে ছাত্রলীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার সিলেটের ওসমানীনগরে সিএনজি চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত

গবেষণা ও উদ্ভাবনের আলোচনায় শাবিতে শুরু আন্তর্জাতিক সম্মেলন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান অনুষদের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘কারেন্ট রিসার্চ, ইনোভেশনস অ্যান্ড ফিউচার পার্সপেকটিভস’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক সরওয়ার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম।
পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে যোগ দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবদুর রব, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং পুলিশ সুপার মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল্লাহ আল মামুন।

প্রথম দিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপস্থাপিত গবেষণাপত্র নিয়ে অনুষ্ঠিত হয় প্লেনারি সেশন, যার যৌথ সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার মোয়াজ্জেম হোসাইন ও শাবিপ্রবির অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।

দুপুরের বিরতির পর বেলা ২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত তিনটি পৃথক বিষয়ে তিনটি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় মিলনায়তনে ‘মাইক্রোবিয়াল, এনভায়রনমেন্টাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি’ সেশনে মূল বক্তা ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম। মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড বায়োটেকনোলজি’ বিষয়ক সেশন, যেখানে কি-নোট স্পিকার ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আতিয়ার রহমান।

অন্যদিকে, ‘মেডিকেল, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ন্যানো-টেকনোলজি’ সেশনে মূল বক্তা ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুল মজিদ।

বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন গবেষণার ওপর ৩৫০টি পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে, যেখানে দেশি-বিদেশি শিক্ষক ও গবেষকরা অংশ নেবেন।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আরও তিনটি প্যারালাল সেশন ‘বায়োইনফরমেটিকস অ্যান্ড কম্পিউটেশনাল বায়োটেকনোলজি’, ‘বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োটেকনোলজি’ এবং ‘অ্যানিমেল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড লাইভস্টক’।

এই সেশনে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হোসাইন উদ্দিন শিকদার, একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আকন্দ এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ রোকনুজ্জামান।

দ্বিতীয় দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্মেলনের আয়োজকদের পক্ষে অধ্যাপক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় চলমান গবেষণা, নতুন উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হবে। এটি তরুণ গবেষকদের শেখা, অভিজ্ঞতা বিনিময় এবং নিজেদের গবেষণা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করবে।

জনপ্রিয়

সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ চাচা গ্রেপ্তার

গবেষণা ও উদ্ভাবনের আলোচনায় শাবিতে শুরু আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশের সময় : ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান অনুষদের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘কারেন্ট রিসার্চ, ইনোভেশনস অ্যান্ড ফিউচার পার্সপেকটিভস’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক সরওয়ার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম।
পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে যোগ দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবদুর রব, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং পুলিশ সুপার মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল্লাহ আল মামুন।

প্রথম দিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপস্থাপিত গবেষণাপত্র নিয়ে অনুষ্ঠিত হয় প্লেনারি সেশন, যার যৌথ সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার মোয়াজ্জেম হোসাইন ও শাবিপ্রবির অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।

দুপুরের বিরতির পর বেলা ২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত তিনটি পৃথক বিষয়ে তিনটি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় মিলনায়তনে ‘মাইক্রোবিয়াল, এনভায়রনমেন্টাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি’ সেশনে মূল বক্তা ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম। মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড বায়োটেকনোলজি’ বিষয়ক সেশন, যেখানে কি-নোট স্পিকার ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আতিয়ার রহমান।

অন্যদিকে, ‘মেডিকেল, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ন্যানো-টেকনোলজি’ সেশনে মূল বক্তা ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুল মজিদ।

বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন গবেষণার ওপর ৩৫০টি পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে, যেখানে দেশি-বিদেশি শিক্ষক ও গবেষকরা অংশ নেবেন।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আরও তিনটি প্যারালাল সেশন ‘বায়োইনফরমেটিকস অ্যান্ড কম্পিউটেশনাল বায়োটেকনোলজি’, ‘বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োটেকনোলজি’ এবং ‘অ্যানিমেল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড লাইভস্টক’।

এই সেশনে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হোসাইন উদ্দিন শিকদার, একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আকন্দ এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ রোকনুজ্জামান।

দ্বিতীয় দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্মেলনের আয়োজকদের পক্ষে অধ্যাপক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় চলমান গবেষণা, নতুন উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হবে। এটি তরুণ গবেষকদের শেখা, অভিজ্ঞতা বিনিময় এবং নিজেদের গবেষণা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করবে।