, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুমের ডকুমেন্টারির শ্যুটিংয়ের জন্যে সিলেটে বিএনপির সালাউদ্দিন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির সিলেট জেলা যুবদল নেতাকে দেখতে হাসপাতালে এম এ মালিক জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না: সিলেটে খেলাফত মজলিসের গণমিছিল বিশ্বনাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান লুনার রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবেনা : এডভোকেট জুবায়ের সিলেটে কিশোর গ্যাং লিডার বুলেট মামুন ২ সহযোগীসহ গ্রেফতার যুদ্ধবিরতি কার্যকর : থেমেছে ইসরাইলি হামলা, দলে দলে ঘরে ফিরছেন গাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে ১৮-২০ ঘণ্টায় ঢাকায় পৌঁছাতে হয় : সংবাদ সম্মেলনে আরিফুল হক  জনগণের সেবা সহজীকরণের উদ্দেশ্যে ‘জিনিয়া অ্যাপ’ চালু করা হয়েছে : আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম

শ্রীমঙ্গলে রহস্যজনকভাবে নিখোঁজ ১২ বছরের শিশু, ৩ দিনেও পাওয়া যায়নি সন্ধান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের জালালিয়া রোড এলাকা থেকে ১২ বছরের এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিন দিন পার হলেও এখনো শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

নিখোঁজ শিশুটির নাম আহমেদ চাঁদ আহমেদ (১২)। সে স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া ও রেনু বেগমের পুত্র।

পরিবারের সদস্যরা জানান, গত ৭ অক্টোবর (সোমবার) বিকাল ৩টার দিকে আহমেদ চাঁদ বাড়ির পাশেই খেলতে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, চাঁদ খুবই ভদ্র, মিষ্টভাষী ও পড়াশোনায় মনোযোগী ছিল। তার এমন নিখোঁজ হয়ে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না তারা।

এ ঘটনায় শিশুটির চাচা সুমন আহমেদ শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি নম্বর ৮২৮, তারিখ (৮ অক্টোবর ২০২৫) ট্র্যাকিং নাম্বার KKQXNE।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিশুটির সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, আমরা শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুতই কোনো অগ্রগতি হবে।

চাঁদের নিখোঁজ হওয়ার পর থেকে জালালিয়া রোড এলাকায় একধরনের শোক ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা জানিয়েছেন, চাঁদ সবার প্রিয় একটি শিশু ছিল।

স্থানীয়দের অনেকে বলছেন, আমরা আশা করছি শিশুটি শিগগিরই সুস্থভাবে ফিরে আসবে।

নিখোঁজ শিশুটির সন্ধান পেলে শ্রীমঙ্গল থানা অথবা শিশুটির চাচা সুমন আহমেদ (মোবাইল: ০১৭১৫-৬১২২০৯)–এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবার।

জনপ্রিয়

গুমের ডকুমেন্টারির শ্যুটিংয়ের জন্যে সিলেটে বিএনপির সালাউদ্দিন

শ্রীমঙ্গলে রহস্যজনকভাবে নিখোঁজ ১২ বছরের শিশু, ৩ দিনেও পাওয়া যায়নি সন্ধান

প্রকাশের সময় : ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের জালালিয়া রোড এলাকা থেকে ১২ বছরের এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিন দিন পার হলেও এখনো শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

নিখোঁজ শিশুটির নাম আহমেদ চাঁদ আহমেদ (১২)। সে স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া ও রেনু বেগমের পুত্র।

পরিবারের সদস্যরা জানান, গত ৭ অক্টোবর (সোমবার) বিকাল ৩টার দিকে আহমেদ চাঁদ বাড়ির পাশেই খেলতে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, চাঁদ খুবই ভদ্র, মিষ্টভাষী ও পড়াশোনায় মনোযোগী ছিল। তার এমন নিখোঁজ হয়ে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না তারা।

এ ঘটনায় শিশুটির চাচা সুমন আহমেদ শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি নম্বর ৮২৮, তারিখ (৮ অক্টোবর ২০২৫) ট্র্যাকিং নাম্বার KKQXNE।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিশুটির সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, আমরা শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুতই কোনো অগ্রগতি হবে।

চাঁদের নিখোঁজ হওয়ার পর থেকে জালালিয়া রোড এলাকায় একধরনের শোক ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা জানিয়েছেন, চাঁদ সবার প্রিয় একটি শিশু ছিল।

স্থানীয়দের অনেকে বলছেন, আমরা আশা করছি শিশুটি শিগগিরই সুস্থভাবে ফিরে আসবে।

নিখোঁজ শিশুটির সন্ধান পেলে শ্রীমঙ্গল থানা অথবা শিশুটির চাচা সুমন আহমেদ (মোবাইল: ০১৭১৫-৬১২২০৯)–এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবার।