বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির প্রথম সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আসন্ন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থী প্যানেলের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে নগরীর জিন্দাবাজার আল-হামরা মার্কেটস্থ তাঁর অফিসে সৌজন্য সাক্ষাতে আসেন তারা। প্রার্থীগণ নির্বাচনে তার সহযোগিতা কামনা করেন এবং চেম্বারের উন্নয়নে পাশে থাকার অনুরোধ জানান।
এ সময় তিনি জুলাই বিপ্লবের পর সিলেট চেম্বারের একটি সুন্দর ও অর্থবহ নির্বাচন প্রত্যাশা করছেন উল্লেখ করে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেল এর সাফল্য কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি 



















