তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
‘সবুজে বাঁচে প্রাণ, গাছ রোপণ হোক অবিরাম’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার দুপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেটে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব ২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেট এর অধ্যক্ষ কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্তী।
এটিআই, সিলেট এর উপাধ্যক্ষ কৃষিবিদ ড.মোছা.কহিনূর বেগম এর সভাপতিত্বে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মূখ্য প্রশিক্ষক আয়েশা খাতুন, উর্ধ্বতন প্রশিক্ষক উম্মে হাবিবা।
এসময় উপস্থিত ছিলেন, এটিআই এর উর্ধ্বতন প্রশিক্ষক, প্রশিক্ষকবৃন্দ, কর্মকর্তা – কর্মচারী ও সকল পর্বের ছাত্রছাত্রীবৃন্দ।পরে এটিআই ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।