সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করা হবে না বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী তাঁর সঙ্গে দেখা করে প্রেস রাখার দাবি জানান। পরে জেলা বিএনপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি সেটেলমেন্ট প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে সিলেটজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে নগরে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালিত হয়। সিলেটবাসীর দাবি—এ প্রেস প্রবাসী ও স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই দ্রুত খতিয়ান ছাপানো হয়, ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমেছে। এখনো অনেক মৌজার কাজ অসমাপ্ত থাকায় প্রেস ঢাকায় নিয়ে গেলে মানুষকে মারাত্মক সমস্যায় পড়তে হতো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি নিয়ে আলোচনা করার সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সিলেটবাসীকে নিশ্চয়তা দেন যে প্রেস ঢাকায় স্থানান্তরের কোনো পরিকল্পনা সরকার বাস্তবায়ন করবে না।