সুনামগঞ্জের দিরাইয়ে দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে ইসলাম উদ্দিন (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তিনি উপজেলার সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে। গতকাল বুধবার বিকেল চারটার পর করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সাকিতপুর গ্রামের তদরিছ সরদারের ছেলে সাইদুর রহমান ওরফে বাংলা ও আলী সরদারের ছেলে শাহিনুর রহমান নামের দুই বন্ধুর মধ্যে বিকেল ৩ টায় তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুইপক্ষের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করে।
খবর পেয়ে ঘণ্টাখানেক পর শাহিনুর রহমানের চাচা ইসলাম উদ্দিন টানাখালী বাজার থেকে সাকিতপুর গ্রামের বাড়িতে আসছিলেন। পথে সাইদুরের নিকটাত্মীয় সাজ্জাদ মেম্বারের বাড়ির কাছে আসামাত্রই ইসলাম উদ্দিনকে আটক করে বেধড়ক মারধর করতে থাকে সাইদুরের লোকজন। এ খবর পেয়ে ইসলাম উদ্দিনের ভাই ভাতিজা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে ইসলাম উদ্দিনের বড় ভাই ও আরেক ভাতিজা আহত হয়।
পরে গ্রামের লোকজনের সহায়তায় ইসলাম উদ্দিনসহ আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসলাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। ইসলাম উদ্দিনের বড় ভাই আজিমুল মিয়া (৬৫) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাস্থলে আছি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

প্রতিদিনের সিলেট ডেস্ক 


















