সিলেটে ৩ দিনব্যাপী বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে। দক্ষিণ সুরমায় বিশ্ব রোডের পাশে বদিকোনা পশ্চিমপাড়া মার্কাজ সংলগ্ন মাঠে আজ বাদ জোহর মোনাজাতের মাধ্যমে বিভাগীয় ইজতেমার শুরু হয়।
তাবলীগ জামাত বাংলাদেশ জেলা মার্কাজ সিলেটের উদ্যোগে আয়োজিত ইজতেমায় দেশী-বিদেশী মুসল্লীরা অংশগ্রহণ করবেন।
আগামী ২০ ডিসেম্বর শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে সিলেট বিভাগীয় ইজতেমা সমাপ্ত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, পঞ্চমবারের মতো এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এবারের ইজতেমায় বিভাগীয়ভাবে আয়োজন করায় হাজার হাজার মানুষের আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। সেই লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতিও নেয়া হয়েছে।
সিলেট জেলা তাবলীগ জামাতের আমির ইজ্ঞিনিয়ার রফিক উদ্দিন জানান, এবারের বিভাগীয় ইজতেমায় মরক্কো, পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন, ইংল্যান্ড সহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানের তাবলীগ জামাতের ২০ হাজার মুসল্লী অংশ নিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
২০ ডিসেম্বর শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে বিভাগীয় ইজতেমা সম্পন্ন হবে। এজতেমায় আগত মসল্লিদের অজু ও গোসলের জন্য ৪টা মিনি পুকুর, পানির টেপ ব্যবস্থা সহ রয়েছে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টিম। সিলেট-ঢাকা মহাসডকের পাশে ফি গাড়ি পার্কিং ব্যবস্থাও রয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছসেবক টিম সার্বক্ষণি কাজ করবে।
এ ব্যাপারে ইজতেমা কমিটির সদস্য আমির হোসেন বলেন, ইজতেমা পালনের সবধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা প্রয়োজন।
এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ইজতেমায় প্রশাসনের নিরাপত্তা জোরদার রয়েছে। অব্যাহত থাকবে পুলিশের টহল। ইতিমধ্যে সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 


















