সিলেটের হযরত শাহজালাল (রহঃ) মাজার মসজিদের মহিলা এবাদত খানার সামন থেকে এক শিশুকে অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল আলী (২৬) ও জেসমিন (২৫)।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপবৃত দেড় বছরের শিশু সিনহাকে ১৬ ডিসেম্বর ভোর রাত সাড়ে ৩ টার দিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর বিকেলে হযরত শাহজালাল (রহঃ) মাজার মসজিদের মহিলা এবাদত খানার সামন থেকে শিশু সিনবাকে অপহরণ করা হয়। এ ঘটনায় শিশুর মা মামলা দায়ের করেন।
এরপর গত রোববার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে এই মামলার আসামি শ্রীমঙ্গলের বাসিন্দা আব্দুল আলী (২৬) আটক করে পুলিশ পুলিশ। পরে আব্দুল আলীর দেওয়া তথ্যমতে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে অপর আসামি জেসমিন গ্রেপ্তার করা হয়। পরে জেসমিনের কাছ থেকে শিশু সিনহা উদ্ধার করে নগরের কোতোয়ালী মডেল থানায় নিয়ে আসা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন, গ্রেপ্তার দুই আসাকে আলাদতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 


















