সিলেটের কোম্পানীগঞ্জ থানার শাহ আরেফিন টিলার পাথরখেকোদের তান্ডব থামছেনা। পাথর চুরি চলছেই। মাঝে মাঝে জব্দ বা ট্রাকভর্তি পাথর আটক করা হচ্ছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখের নেতৃত্বে থানাপুলিশের একটি দল সার্বিক সহযোগীতা করে।
অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলন ও চুরি করে ট্রাক দিয়ে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ট্রাকটি জব্দ করা হয়। আটক করা হয় ট্রাকচালক ও হেল্পারকে। তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাথরগুলো বাজেয়াপ্ত ঘোষণা পরে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের দক্ষিণ বুরদেও জামে মসজিদ সংস্কারের জন্য মসজিদ কমিটিকে পাথরগুলো হস্তান্তর হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ।

কোম্পানীগঞ্জ প্রতিনিধি 



















