মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ ও ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারদের পরিচয় জানানো হয়েছে।
পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মমদুদ হোসেন, কুলাউড়া উপজেলার পদিনাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক ওরফে রমজান, জুড়ী উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মো. কবির মিয়া, কর্মধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম আল দীন (প্রকাশ সেলিম মিয়া), বড়লেখার তালিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা হাবিবুর রহমান, শ্রীমঙ্গলের কালীঘাটের শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন, শ্রীমঙ্গলের শ্রমিক লীগ কর্মী রাশেদুল ইসলাম এবং মৌলভীবাজার সদরের গিয়াসনগর (নিতেশ্বর) এলাকার আওয়ামী লীগ কর্মী আব্দুল কালাম আজাদ।

মৌলভীবাজার প্রতিনিধি 


















