সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে তিনি স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিয়ে তাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা শোনেন এবং এ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরিদর্শনকালে ডিসির কাছে নানা অভিযোগও তুলে ধরেন স্থানীয়রা। তাদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে বহুদিন ধরে নানা সমস্যা রয়েছে যেমন—অ্যাম্বুলেন্স অচল, ডাক্তার ও নার্সদের স্থায়ীত্বের অভাব, হসপাতালে জনবল সংকট ইত্যাদি।
এ সময় ৫১ শয্যাবিশিষ্ট নতুন ভবনের কার্যক্রম এখনও চালু হয়নি বলেও অভিযোগ করেন তারা। তাছাড়া হাসপাতাল চত্বরের ময়লা, অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসা সেবা নিয়েও নানা কথা বলেন স্থানীয়ও বাসিন্দারা।
ডিসি মো. সারোয়ার আলম মনোযোগ সহকারে তাদের সকল অভিযোগ শোনেন সমস্যার সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, ‘আমি যেখানেই যাই, মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করি। কানাইঘাটেও সেই উদ্দেশ্যেই এসেছি। এখানে এসে নিজ চোখে দেখলাম-অবস্থা সত্যিই খারাপ। স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। আজই উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্তাবধানে ১৫ জন কর্মী দিয়ে নতুন ও পুরাতন ভবনের পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। স্থানীয়রাও এতে সহযোগিতা করবেন।’
তিনি আরও বলেন, ‘ধাপে ধাপে বাকি সমস্যাগুলোরও সমাধান করা হবে। আজই আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এখানকার লোকবল সংকট নিয়ে কথা বলব। পাশাপাশি সন্তান প্রসব সেবা সঠিকভাবে নিশ্চিত করা হবে। নতুন ভবনটি দ্রæত চালুর ব্যবস্থাও নেয়া হবে।’
জেলা প্রশাসকের আশ্বাসে উপস্থিত জনতার মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেক আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসকের জন্য দোয়া করেন।
এছাড়াও তিনি সকাল ১১টায় কানাইঘাট থানা পরিদর্শন করেন। দিন ব্যাপী উপজেলা প্রশাসনের ও সরকারি বিভিন্ন দপ্তরের আয়োজনে বিভিন্ন সভায় যোগদান করেন। উপজেলা প্রশাসন চত্তরে গাছের চারা রোপন করেন।

কানাইঘাট প্রতিনিধি 



















