সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে শাহীন মিয়া ও একই উপজেলার মাহাড়পুর গ্রামের মো. তৌহিদ মিয়ার ছেলে আলম মিয়া।
র্যাব ৯- এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সিলেট নগরীর চন্ডিপুলে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়া হয়। কিন্তু প্রাইভেটকার থামিয়ে দুই যুবক কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদেরকে আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক 



















