জাতীয় নাগরিক পার্টি-এসসিপির সিলেট বিভাগীয় সাংগঠিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির যুগ্ম আহবায়ক এহতেশাম হককে। একই সঙ্গে অন্যান্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও বন্টন করেছে এনসিপি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলের আহবায়ক নাহিদ ইসলাম ও সহস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব দেওয়া হয়।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত অন্যরা হলেন ড. আতিক মুজাহিদ রংপুর বিভাগ, ইমরান ইমন রাজশাহী বিভাগ, আশেকিন আলম ময়মনসিংহ বিভাগ, সাইফুল্লাহ হায়দার ঢাকা বিভাগ, নিজাম উদ্দীন ফরিদপুর বিভাগ, এসএম সুজা উদ্দীন চট্টগ্রাম বিভাগ, মো. আতাউল্লাহ কুমিল্লা বিভাগ, ফরিদুল হক খুলনা বিভাগ এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনকে বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
এনসিপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক
বুধবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে এনসিপি জেলা ও মহানগর নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এহতেশাম হককে এর আগে দলটির ৫১ সদস্য বিশিষ্ট ‘নির্বাহী কাউন্সিলের’ সদস্য করা হয়। ব্রিটেনের লেবার পার্টির সাবেক কাউন্সিলর এহতেশাম হক আগামী জাতীয় সিলেট-১ আসনে এনসিপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী।
এনসিপি সূত্র জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে এই ১০ নেতাকে দেশের সকল মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



















