জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য প্রার্থী, মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের ব্যবস্থাপনায় বিয়ানীবাজারে অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের মাঝে ৪০টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর)সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শারীরিকভাবে প্রতিবন্ধিদের হাতে হুইলচেয়ারগুলো তুলে দেয়া হয়।
এ সময় সেলিম উদ্দিন বলেন, প্রতিবন্ধী মানুষ আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের চলাচলের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবকল্যাণের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও এসিট্যান্ট সেক্রেটারি মো. রুকন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি আশিকুর রহমান হেলাল ,পৌরসভা সভাপতি মুনিবুর রহমান পাভেল, সাইবুল আলম রেজা, আমিনুল ইসলাম, জাকির হোসেন, তারেক আহমদ, রাসেল আহমদসহ স্থানীয় সমাজসেবী, ও গণ্যমান্য ব্যক্তিরা।