সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপি ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে একটি চক্র চাঁদা দাবি ও হামলা চালিয়েছে—এমন অভিযোগে ক্ষুব্ধ শ্রমিকরা মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। এতে সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এ সময় এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। হামলার সময় একটি মাইক্রোবাস ভাঙচুর এবং পরিবহন নেতাদের লাঞ্ছিত করার অভিযোগও করেন শ্রমিকরা।
পরিবহন মালিক-শ্রমিক নেতা আলী আকবর রাজন বলেন, মদিনা মার্কেট এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিলে হামলার শিকার হতে হচ্ছে। রোববার রাতের ঘটনাও তারই অংশ বলে দাবি করেন তিনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দলীয়ভাবে সহযোগিতার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
এ সময় শ্রমিকরা অভিযোগ করেন, ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে মদিনা মার্কেট এলাকায় ছাত্রদলের পরিচয়ে একটি যুবচক্র চেয়ার-টেবিল বসিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে। পুলিশের সামনে এসব কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, এই চক্রের বিরুদ্ধে একাধিকবার হামলার অভিযোগ উঠলেও কোনো প্রতিকার মেলেনি।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাইনুল জাকির জানান, সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়। পরিবহন নেতাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক 


















