বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, ইসলামী আদর্শ বাস্তবায়ন ব্যতিত কোন শ্রেণি পেশার মানুষের অধিকার আদায় করা সম্ভব নয়।বিশেষত শ্রমজীবী ও অধিকার বঞ্চিত মানুষের একমাত্র রক্ষাকবচ ইসলাম। জামায়াতে ইসলামী এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই করেছে।তাদেরকে বিজয়ী করার মাধ্যমে শ্রমজীবী মেহনতী মানুষের অধিকার আদায়ের পথ উন্মুক্ত করতে হবে।তিনি আরো বলেন,ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না করতে পারলে রাষ্ট্র তার কাঙ্খিত উন্নয়নে পৌছতে পারবেনা।আগামী নির্বাচনে দেশের মানুষ মার্কা দেখে নয় প্রার্থী দেখে ভোট দেবে।আর সেই নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে আগামীর সরকার গঠন করবে।
তিনি শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা সদরের মডেল মসজিদে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা) ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
বিশ্বনাথ পৌর সভাপতি শাহীন আহমদ রাজুর সভাপতিত্বে ও উপজেলা সভাপতি আব্দুল মালিক ও আরাফাত আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ নজরুল ইসলাম,জেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আতিকুল ইসলাম,বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও উপদেষ্টা মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন,পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক,শ্রমিক কল্যাণের জেলা কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার মুন্না প্রমুখ।