শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ পরিদর্শন।
রোববার বেলা ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বিভাগের সার্বিক অগ্রগতি ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরী, জিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।