, রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প বাতিলের ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা : ড. মো: এনামুল হক চৌধুরী বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা তারেক রহমানকে নিয়ে নাদেলের কটুক্তির প্রতিবাদে সিলেট জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় গোলাপগঞ্জে মাদকসহ একই পরিবারের ৪ জনসহ ৬ জনকে গ্রেপ্তার জকিগঞ্জে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বালাগঞ্জে ৮ কোটি টাকার ব্রিজে বাঁশের সাঁকো! বিজ্ঞানের উৎকর্ষ ছাড়া উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয় : মো. ফয়জুল হক আমেরিকা থেকে দেশে ফিরছেন ফ্যাসিবাদবিরোধী সাহসী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের অর্থায়নে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের অর্থায়নে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার, মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রতিষ্ঠিত গোধূলি বৃদ্ধাশ্রমে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা জেসমিন জেসির তত্ত্বাবধায়নে বৃদ্ধ মা-বাবাদের জন্য দুপুরে একবেলা খাবারের আয়োজন করা হয়।

রবিবার সকাল ১০ টায় আর্ন এন্ড লিভের প্রতিনিধিরা চাল, ডাল,তেল, লবন,মাংস,মাছ,ডিম,সবজি নিয়ে বৃদ্ধাশ্রমে হাজির হতেই বসে আনন্দের হাট। কেউ মেঝে শুয়ে আছেন, কেউ পা গুটিয়ে আপন খেয়ালে দোল খাচ্ছেন, কেউ জানালার ফাঁকে উদাস চোখে আলোর দিকে তাকিয়ে আছেন, আবার অনেকেই একই সঙ্গে বসে গল্প করছেন। দেখলে মনে হবে অদৃশ্য স্বজনদের হারানো ভালোবাসা যেন নতুন করে খুঁজে পেয়েছেন তারা।

বীরগঞ্জের ছোট একটি গ্রামে অবস্থিত গোধূলি বৃদ্ধাশ্রমে দুপুরের একবেলা আহার বৃদ্ধাশ্রমে সুন্দর একটি সময় কাটালো আর্ন এন্ড লিভ টিমের সদস্যরা।

ষাট থেকে সত্তর উর্ধ্বে এ সব বৃদ্ধা মা-বাবা মধ্যাহ্নভোজের মাধ্যমে আর্ন এন্ড লিভের টিমের সাথে শুনালেন তাদের না বলা অনেক কথা, যার বেশির ভাগই কষ্ট আর বেদনার যন্ত্রনা।

দুপুরের খাবার শেষে জোৎস্না বেগম বলেন, ২ বছর থেকে এখানে আছি, বহুদিন আগত কিছু তোমার মতো লোক আসিয়া ভালো খাওয়াইছিল, আর এরকম গোস্ত-মাছ-ডিম একসাথে খাওয়া হয়নাই। আজ এত সুন্দর খাবারের আয়োজন পেয়ে খুব খুশি।

সেচ্ছাসেবী ওমর ফারুক বলেন, আর্ন এন্ড লিভ আজকে মা দিবস উপলক্ষে গোধূলী বৃদ্ধাশ্রমে যে খাবারের আয়োজন করেছে। এটি সত্যিই প্রশংসনীয় কাজ, এখানে আশ্রয় নেয়া বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহ মাছ-মাংস, ডিম, ডাল সবজি লেবু শশা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পেরেছে। আমরা চাই আর্ন এন্ড লিভ এই কার্যক্রম অব্যাহত রাখুক।

আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমার বাবা-মা দুনিয়াতে বেঁচে নাই। আজকে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গোধুলি বৃদ্ধাশ্রমে ভালো খাবার দিয়েছি, আমার বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহকারে খেয়েছে। আমি যখন কারো জন্য কিছু করার চেষ্টা করি, তখন আমার হৃদয়ের মধ্যে এক প্রশান্তির ঢল বয়ে যায়।

ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং আরও মানুষকে এই উদ্যোগে যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
সমাজে অবহেলিত বৃদ্ধদের প্রতি ভালোবাসা, যত্ন এবং মানবিক সহানুভূতি প্রকাশ করছি।

অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের অর্থায়নে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ

প্রকাশের সময় : ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের অর্থায়নে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার, মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রতিষ্ঠিত গোধূলি বৃদ্ধাশ্রমে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা জেসমিন জেসির তত্ত্বাবধায়নে বৃদ্ধ মা-বাবাদের জন্য দুপুরে একবেলা খাবারের আয়োজন করা হয়।

রবিবার সকাল ১০ টায় আর্ন এন্ড লিভের প্রতিনিধিরা চাল, ডাল,তেল, লবন,মাংস,মাছ,ডিম,সবজি নিয়ে বৃদ্ধাশ্রমে হাজির হতেই বসে আনন্দের হাট। কেউ মেঝে শুয়ে আছেন, কেউ পা গুটিয়ে আপন খেয়ালে দোল খাচ্ছেন, কেউ জানালার ফাঁকে উদাস চোখে আলোর দিকে তাকিয়ে আছেন, আবার অনেকেই একই সঙ্গে বসে গল্প করছেন। দেখলে মনে হবে অদৃশ্য স্বজনদের হারানো ভালোবাসা যেন নতুন করে খুঁজে পেয়েছেন তারা।

বীরগঞ্জের ছোট একটি গ্রামে অবস্থিত গোধূলি বৃদ্ধাশ্রমে দুপুরের একবেলা আহার বৃদ্ধাশ্রমে সুন্দর একটি সময় কাটালো আর্ন এন্ড লিভ টিমের সদস্যরা।

ষাট থেকে সত্তর উর্ধ্বে এ সব বৃদ্ধা মা-বাবা মধ্যাহ্নভোজের মাধ্যমে আর্ন এন্ড লিভের টিমের সাথে শুনালেন তাদের না বলা অনেক কথা, যার বেশির ভাগই কষ্ট আর বেদনার যন্ত্রনা।

দুপুরের খাবার শেষে জোৎস্না বেগম বলেন, ২ বছর থেকে এখানে আছি, বহুদিন আগত কিছু তোমার মতো লোক আসিয়া ভালো খাওয়াইছিল, আর এরকম গোস্ত-মাছ-ডিম একসাথে খাওয়া হয়নাই। আজ এত সুন্দর খাবারের আয়োজন পেয়ে খুব খুশি।

সেচ্ছাসেবী ওমর ফারুক বলেন, আর্ন এন্ড লিভ আজকে মা দিবস উপলক্ষে গোধূলী বৃদ্ধাশ্রমে যে খাবারের আয়োজন করেছে। এটি সত্যিই প্রশংসনীয় কাজ, এখানে আশ্রয় নেয়া বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহ মাছ-মাংস, ডিম, ডাল সবজি লেবু শশা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পেরেছে। আমরা চাই আর্ন এন্ড লিভ এই কার্যক্রম অব্যাহত রাখুক।

আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমার বাবা-মা দুনিয়াতে বেঁচে নাই। আজকে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গোধুলি বৃদ্ধাশ্রমে ভালো খাবার দিয়েছি, আমার বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহকারে খেয়েছে। আমি যখন কারো জন্য কিছু করার চেষ্টা করি, তখন আমার হৃদয়ের মধ্যে এক প্রশান্তির ঢল বয়ে যায়।

ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং আরও মানুষকে এই উদ্যোগে যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
সমাজে অবহেলিত বৃদ্ধদের প্রতি ভালোবাসা, যত্ন এবং মানবিক সহানুভূতি প্রকাশ করছি।