পরিবেশগত ছাড়পত্র না থাকা, নবায়ন বিহীন পরিচালনা ও শর্তভঙ্গের কারণে সিলেট ও আশেপাশের সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১০ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জরিমানা হওয়া প্রতিষ্ঠানগুলো হলো:
- খাদিমনগর বিসিক শিল্পনগরী: বনফুল এন্ড কোং-৬৪,৩৫০ টাকা, ফিজা এন্ড কোং-৩৫,২২৮ টাকা, মধুবন অভিজাত মিষ্টি বিপণি-১৬,৮৭৫ টাকা।
- সিলেট মহানগরী: ইবনে সিনা হসপিটাল-৪৩,৯২০ টাকা।
- হবিগঞ্জ: জাস রটোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ-৬০,০০০ টাকা।
- মৌলভীবাজার: ইস্টার্ণ অ্যালায়েন্স লিমিটেড-৯৪৫ টাকা।
- কেকো কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ১,৫০,০০০ টাকা।
মোট জরিমানা হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৩১৮ টাকা।
পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, আমরা চাই শিল্পকারখানা চলুক, কিন্তু তা অবশ্যই পরিবেশবান্ধবভাবে। প্রতিটি প্রতিষ্ঠানকে নিয়মিত ছাড়পত্র নবায়ন করতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনায় গ্রহণযোগ্য মান বজায় রাখতে হবে। যারা জরিমানা উপেক্ষা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শিল্প মালিকদের সহযোগিতা অপরিহার্য। দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রত্যেকের কর্তব্য।

নিজস্ব প্রতিবেদক 



















