সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি মো. শফিকুল ইসলাম খানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ থানা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন (দৈনিক আমাদের সময়), সহ-সভাপতি মো. মঈন উদ্দিন মিলন (দৈনিক সবুজ সিলেট), মাসুক রানা (দৈনিক স্বাধীন বাংলা), সাধারণ সম্পাদক সোহরাব আহমদ (দৈনিক যুগান্তর ও শুভ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ (দৈনিক কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান (দৈনিক ইনকিলাব), পাঠাগার সম্পাদক-মো:জয়নাল আবেদীন (দি নিউ নেশন ও দৈনিক সিলেটের বাণী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নোমান আহমদ (দৈনিক ভোরের আকাশ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী (দৈনিক জাতীয় অর্থনীতি), নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ)।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. শফিকুল ইসলাম খান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ববোধের কাজ। জনস্বার্থে সাংবাদিক এবং পুলিশ একসাথে কাজ করছে। উভয়ের সম্পর্ক যত দৃঢ় হবে, জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাও তত সহজ হবে। সঠিক তথ্য প্রদান, দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ পুলিশের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া অবৈধভাবে পাথর-বালু উত্তোলন, চোরাচালান ও মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি থাকবে।
এসময় সাংবাদিকরা পুলিশের প্রতি পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম সবসময় সহযোগিতা করবে। অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে জনগণের আস্থা বাড়বে। এসময় সাংবাদিকরা অপরাধ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কোম্পানীগঞ্জ প্রতিনিধি 



















