সিলেট মহানগর বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার গিয়ে ঠেকল এতিমখানায়। দীর্ঘদিন স্থগিত থাকা সভাপতি নাসিম হোসাইনের পদ কিছুদিন আগে কেন্দ্রীয় সিদ্ধান্তে পুনর্বহাল হলেও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনকারী রেজাউল হাসান কয়েস লোদী পদ ছাড়ছিলেন না। সেই বিরোধ সোমবার (১ ডিসেম্বর) প্রকাশ্য রূপ নেয়।
নাসিম হোসাইনের উদ্যোগে নগরীর কাজিটুলার একটি মক্তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিমদের দুপুরের খাবার আয়োজন করা হয়। কিন্তু খবর পেয়ে সেখানে উপস্থিত হন কয়েস লোদী তার অনুসারী নেতা-কর্মীদের নিয়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে গিয়ে কয়েস লোদী প্রশ্ন তোলেন— তাকে না জানিয়ে কেন মহানগর বিএনপির ব্যানার টানানো হলো, অনুষ্ঠান আয়োজন করল কারা। এরপর তার নির্দেশে ব্যানার খুলে নেয়া হয় এবং নাসিম হোসাইনকে অনুষ্ঠানের স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়। তবে এতিমদের খাবার পরিবেশনে কোনো ব্যাঘাত ঘটেনি।
এ ঘটনায় মহানগর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দলের দুই শীর্ষ নেতার প্রকাশ্য অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা চলছে সংগঠনের ভেতরে ও বাইরে।

নিজস্ব প্রতিবেদক 



















