৩ বারের সাবেক প্রধানমন্ত্রী মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিলেটের কোম্পানীগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিব কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দপড়ির পার বাজারে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ৪আসনের ধানের শীষের কান্ডারি জননেতা হেলাল উদ্দিন আহমেদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য শাহবাজ আহমেদ,উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী ,১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মন্নান,সাধারণ সম্পাদক মাসুক মিয়া, উত্তর রনিখাই ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুরুল আমিন মেম্বার, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা এমএ আমজাদ, মাসুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য কামাল আহমেদ ৮নং তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিলেট জেলা ছাত্রদলের সদস্য মুইনুল ইসলাম, ছাত্রদল নেতা কামরুল হাসান কয়েছ,সহ আরও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

কোম্পানীগঞ্জ প্রতিনিধি 



















