সিলেটের টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত অংশীজন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) (যুগ্মসচিব) ড. মোহাম্মদ মাহে আলম।
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি প্রতিবেশ ব্যবস্থা, যা জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক মাছের উৎপাদন, পাখির আবাসস্থল রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এছাড়া হাওর অঞ্চল দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বাফার হিসেবে কাজ করে।
বক্তারা হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, অবৈধ মাছ আহরণ, পাখি নিধন, জলাশয় ভরাট, দখল, দূষণ ও প্রাকৃতিক সম্পদের নির্বিচার ব্যবহারের ফলে হাওরের স্বাভাবিক প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এই প্রেক্ষাপটে, সুরক্ষা আদেশ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা অপরিহার্য।
কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবিদ, গণমাধ্যমকর্মী ও হাওর সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমেই হাওর সুরক্ষা আদেশ সফলভাবে বাস্তবায়ন সম্ভব বলে কর্মশালায় অভিমত ব্যক্ত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি 



















