সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে এক চিকিৎসক রহস্যজকভাবে নিখোঁজ হয়ে পড়েছেন। ওই চিকিৎসকের নাম ডা. তাহমিনা আক্তার লাভলী (৬৬)।
পুলিশ জানায়, শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর থেকে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে নিখোঁজ রয়েছেন।
লাভলী চাঁদপুর জেলার চাঁদপুর থানাধীন চান্দ্রা এলাকার ডা.তাশরিফের স্ত্রী। নিখোঁজের ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছে পরিবার।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, চিকিৎসক তাহমিনা আক্তার নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। কীভাবে তিনি নিখোঁজ হলেন তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
কেউ ওই চিকিৎসকের সন্ধান পেওেল থানায় যোগাযোগ করার জন্যও অনুরোধ করেছেন তিনি

নিজস্ব প্রতিবেদক 



















