সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ-এর সাটানো ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের নুরপুর নামক স্থানের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। বিষয়টি পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
জামায়াত নেতারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে রাতের অন্ধকারে তাদের প্রার্থীর ব্যানার, পোস্টার ও ফেস্টুন পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। এমন ঘটনা শুধু প্রচারণার ব্যাঘাত ঘটাচ্ছে না, বরং এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি করছে। এসব ঘটনায় কারা জড়িত সেটি এখনো জানা না গেলেও ‘একটি বিশেষ দলের’ কর্মীরা তাদের ব্যানার–পোস্টার রাতের আঁধারে ছিঁড়ছেন বলে অভিযোগ জামায়াত নেতাদের। নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন জামায়াত নেতারা।
এই বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুমায়ুন আহমদ বলেন, জামায়াত প্রার্থী মাওলানা লোকমান আহমদ-এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াত এই ধরনের নেতিবাচক রাজনীতির তীব্র নিন্দা জানায়। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ফেঞ্চুগঞ্জ উপজেলার জনগণ দাড়িপাল্লায় ভোট বিপ্লবের মাধ্যমে এর সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ।

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি 



















