চাঁদপুর থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে আসা ডা. মোস্তাফিজুর রহমানের স্ত্রী, ডা. তাহমিনা আক্তার লাভলী (৬৬)। শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের পর নিখোঁজ হয়েছেন। তিনি ডিমেনশিয়া রোগে ভুগছেন, যার কারণে স্মৃতিশক্তি কমে গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, ডা. তাহমিনা অনুষ্ঠানের সময় হঠাৎই হারিয়ে যান। স্থানীয় কর্তৃপক্ষ ও পরিবার তাকে খুঁজে পেতে তৎপর হয়ে উঠেছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি ডা. তাহমিনার কোনো তথ্য বা সন্ধান পান, তবে দয়া করে ০১৭১৭১২৮৮৫৫ নম্বরে যোগাযোগ করবেন। তাঁর নিরাপত্তা নিশ্চিত করা পরিবার ও স্থানীয় কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ।
ডা. তাহমিনার খোঁজে সিলেটের বিভিন্ন এলাকা ও মেডিকেল কলেজের আশেপাশের স্থানে খোঁজ চালানো হচ্ছে। পরিস্থিতি এখনও অচেনা, তাই দ্রুত কোনো তথ্য পাওয়া গেলে তা পরিবারকে সরাসরি জানাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



















