কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে স্থানীয় দিরাই উপজেলা ডাকবাংলোতে সুনামগঞ্জ – ২ দিরাই -শাল্লা আসনের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক নাছির উদ্দীন চৌধুরী।
এসময় নাছির উদ্দীন চৌধুরী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেত্রীর দীর্ঘ হায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
তিনি বলেন, আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে দেশের নেতৃত্বের হাল ধরতে পারেন।
এসময় তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় দিরাই উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন দিরাই উপজেলা উলামা দলের সভাপতি মাও. রজব আলী।

দিরাই প্রতিনিধি 



















