, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিজয় দিবসের দিনে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির অভিযান, সাড়ে পাঁচ কোটির বেশি টাকার চোরাচালানি জব্দ সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান: ১১ জন আটক সিলেটে দুই সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২, আহত ২২ সিলেটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অতিথি হোটেল সিলগালা, নারীসহ আটক ৬ মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে সিলেটে এক ব্যক্তির মৃত্যু সিলেটে বিএনপি-ছাত্রদলের নাম ব্যবহার করে চাঁদা দাবি ও হামলা, ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সিলেটে প্রতিবাদী অবস্থান

সুনামগঞ্জে বিদ্যুতের খুঁটিতে সিএনজির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত ও তিন জন আহত হয়েছে।

বুধবার রাত ১২টার সময় শান্তিগঞ্জ উপজেলার গাগলি গ্রামের কাছে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সৌরভ মিয়া (১৪), সে জেলার জামলাগঞ্জ উপজেলার কলকতখাঁ গ্রামের আমির হোসেনের ছেলে ও ভীমখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

আহতরা হলেন- সৌরভের বড় ভাই রায়হান মিয়া (১৭) ও একই গ্রামের জুলহাস মিয়ার ছেলে রাহি মিয়া (১৭) ও রফিক মিয়ার ছেলে কয়েছ মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা আমির হোসেনকে প্রবাসে পাঠাতে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে পৌঁছে দিয়ে সিএনজি চালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন সৌরভ ও তার বড় ভাইসহ তিনজন। পথে শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের কাছে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজির ভেতরে থাকা সৌরভসহ তিন জন গুরুতর আহত হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সৌরভ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। ‎

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আলী জানান, সৌরভ মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।

জনপ্রিয়

সিলেটে বিজয় দিবসের দিনে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার

সুনামগঞ্জে বিদ্যুতের খুঁটিতে সিএনজির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশের সময় : ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত ও তিন জন আহত হয়েছে।

বুধবার রাত ১২টার সময় শান্তিগঞ্জ উপজেলার গাগলি গ্রামের কাছে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সৌরভ মিয়া (১৪), সে জেলার জামলাগঞ্জ উপজেলার কলকতখাঁ গ্রামের আমির হোসেনের ছেলে ও ভীমখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

আহতরা হলেন- সৌরভের বড় ভাই রায়হান মিয়া (১৭) ও একই গ্রামের জুলহাস মিয়ার ছেলে রাহি মিয়া (১৭) ও রফিক মিয়ার ছেলে কয়েছ মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা আমির হোসেনকে প্রবাসে পাঠাতে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে পৌঁছে দিয়ে সিএনজি চালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন সৌরভ ও তার বড় ভাইসহ তিনজন। পথে শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের কাছে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজির ভেতরে থাকা সৌরভসহ তিন জন গুরুতর আহত হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সৌরভ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। ‎

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আলী জানান, সৌরভ মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।