দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৯৮নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মায়েরা। তারা তাদের ছেলে মেয়েদের শিক্ষা ক্ষেত্রে মনোযোগী করে তুলতে এ সমাবেশে এসে হাজির হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ।
তিনি তার বক্তব্যে বলেন, শিশুর প্রথম শিক্ষিকা হলেন তাঁর মা; তাই শিক্ষা উন্নয়নে মায়েদের ক্রিয়াশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়ালেখার প্রতি মনোযোগী করে গড়ে তোলা এবং সুশিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে তৈরি করতে মা-বাবার দায়িত্ব অপরিসীম বলে উল্লেখ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুর রহমানের পরিচালনায়
মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি 



















