সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি কবি মোঃ রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে গ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন হয়।
বিশ্বনাথ প্রেসক্লাব আয়োজিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ আশরাফুজ্জামান পিপিএম-সেবা। তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ ও প্রবাসের বাস্তব জীবন কাহিনী ও আমাদের আগামীর সম্ভাবনা’সহ সবকটি বিভাগের বাস্তবতাকে লেখক নিজের লেখনীর মাধ্যমে সুন্দর ও মার্জিতভাবে ফুটিয়ে তুলেছেন ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থে।
নিজের প্রতিক্রিয়ায় ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের লেখক বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি কবি মোঃ রহমত আলী বলেন, মৃত্যুর পরও যাতে করে মানুষের মধ্যে বেঁচে থাকতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বিশ্বনাথ প্রতিনিধি 



















