সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন ইমাদের দায়ের করা সাইবার ট্রাইব্যুনালের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সাংবাদিক সৈয়দ বাপ্পী। দীর্ঘ পর্যালোচনা শেষে বুধবার আদালত মামলাটি খারিজ করে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার মুনজের আহমদ।
আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় পবিত্র ঈদুল আজহায় দুর্গতদের জন্য বরাদ্দকৃত গরু আত্মসাতের অভিযোগ ওঠে চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ৩১ আগস্ট সাংবাদিক সৈয়দ বাপ্পীকে প্রধান আসামি করে ১৩ জনকে আসামি করে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন চেয়ারম্যান ইমাদ।
পরবর্তীতে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধি ও নেতাদের চাপে পিবিআই অন্যায় ও ভিত্তিহীনভাবে ৩ জন সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে আদালত সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পর্যালোচনা শেষে আদালত মামলাটি খারিজ করে দেন।

প্রতিদিনের সিলেট ডেস্ক 



















