সিলেটের জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
১৭ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ২টা ৫৫ মিনিটে এসআই (নিঃ) জয়ন্ত কুমার দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানার সোনাতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জালালাবাদ থানার মামলা নং ০৬/১১৩, তারিখ ২৪/০৮/২০২৪, ধারা ১৪৩/১৪৭/১৪৯/৩৭৯/৩২৩/৩২৪/৩০৭/৩২৬(ক)/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন ৩/৪ এর এজাহারনামীয় আসামি আবুল বাশার (৪২)–কে গ্রেফতার করা হয়। তিনি তজমুল আলীর পুত্র ও নলকট এলাকার বাসিন্দা।
পরবর্তীতে রাত ৩টা ২৫ মিনিটে আখালিয়া নয়াবাজার এলাকায় আরও একটি অভিযান চালিয়ে একই মামলার সন্দিগ্ধ আসামি মো. রাজা মিয়া (৩৮)–কে গ্রেফতার করে পুলিশ। তিনি ইসলাম আলীর পুত্র ও আখালিয়া খলাপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর দুই আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



















