সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন দুই উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় তিনি জানিয়েছেন, এলাকাবাসীর সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক সুবিধাসম্পন্ন স্বাস্থ্য প্রকল্প হাতে নেওয়া হবে।
ঘোষিত পরিকল্পনায় রয়েছে
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে দুটি ২০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ।
প্রতিটি ইউনিয়নে হাসপাতালের ব্রাঞ্চ চালু করে গ্রামাঞ্চলে দ্রুত চিকিৎসা পৌঁছে দেওয়া।
দুই উপজেলায় মোট ২০টি সরকারি অ্যাম্বুলেন্স সরবরাহ।
সেলিম উদ্দিনের দাবি, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং জরুরি চিকিৎসা ব্যবস্থায় গতি বাড়বে।
হাসপাতাল নির্মাণ ও অ্যাম্বুলেন্স সুবিধা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনাও তৈরি হয়েছে। অনেকে আশা করছেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দীর্ঘদিনের চিকিৎসা-সংকট কিছুটা হলেও কমবে।

নিজস্ব প্রতিবেদক 



















