সিলেটের জকিগঞ্জে ভুল তথ্যের ভিত্তিতে উত্তরাধিকার সনদ ইস্যুর অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, একই পরিবারের মধ্যে সম্পদ ও উত্তরাধিকার বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে এক পক্ষ ভুল তথ্য উপস্থাপন করে চেয়ারম্যানের কাছ থেকে উত্তরাধিকার সনদ গ্রহণ করে। পরবর্তীতে প্রকৃত তথ্য যাচাই করে পূর্বে ইস্যুকৃত সনদটি বাতিল করে নতুন সনদ প্রদান করা হয়। কিন্তু ভুক্তভোগী পরিবারের অভিযোগ—প্রকৃত তথ্য গোপন রেখেই আগের সনদটি দেওয়া হয়েছিল। এতে তাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আদালতে মামলা দায়ের করেন।
এ মামলায় মঙ্গলবার (১৮ নভেম্বর) বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার এবং একই ইউনিয়নের সদস্য এমাদ উদ্দিন জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

নিজস্ব প্রতিবেদক 



















