সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এক কর্মীর অশালীন মন্তব্যে তোলপাড় সিলেট বিএনপি। অভিযোগ উঠেছে, মন্তব্যকারী তারেক আহমদ বিশ্বনাথ–ওসমানীনগর (সিলেট-২) আসনের সম্ভাব্য প্রার্থী ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদী লুনার ঘনিষ্ঠ কর্মী।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেট-২ আসনে মনোনয়ন নিয়ে কর্মীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এ পরিস্থিতিতে লুনার অনুসারীদের একজন সামাজিক মাধ্যমে এমন মন্তব্য করেন, যা দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা বলেন, বিএনপি একটি আদর্শনির্ভর দল, যেখানে নেতৃত্ব ও সংগঠনের প্রতি শ্রদ্ধা সর্বাগ্রে। কেউ যদি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি বা নেতৃত্ববিরোধী মন্তব্য করেন, তা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।
তারা আরও বলেন, এ ধরনের আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ব্যক্তিকে কেন্দ্র করে রাজনীতি নয়, আদর্শ ও নীতির ভিত্তিতে দলকে এগিয়ে নিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নেতাকর্মীও শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে মন্তব্য করেছেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্য, সংযম ও পারস্পরিক শ্রদ্ধাই বিএনপির শক্তি।

নিজস্ব প্রতিবেদক 



















