সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর ঘাসিটুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহেল সিলেট সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড যুবলীগের নেতা এবং মজুমদারপাড়ার বাসিন্দা মো. মোক্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোহেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলার আসামি।
এছাড়া অপর একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল।
গ্রেফতারের পরপরই তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক 



















