সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীদের জন্য Sustained Low-Efficiency Dialysis (SLED) সেবা প্রদান করা হচ্ছে যা এক ধরনের মিশ্র ডায়ালাইসিস পদ্ধতি, সাধারণত গুরুতর অসুস্থ রোগীদের একিউট কিডনি ইনজুরি (AKI) হলে ব্যবহার করা হয়।
এতে একসাথে ইন্টারমিটেন্ট হেমোডায়ালাইসিস (IHD) আর কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি (CRRT)–এর বৈশিষ্ট্য থাকে।
এটি অনেকটা নরমভাবে ও দীর্ঘসময় ধরে (প্রায় ৬–১২ ঘণ্টা) ডায়ালাইসিস করে, সাধারণত দিনে একবার দেওয়া হয়।
সিলেটে আই সি ইউ বিভাগে সব জায়গায় এ সেবা বিদ্যমান নয়।
এখন থেকে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা নিয়মিত এই সেবা গ্রহন করতে পারবেন।
উল্লেখ্য নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে অত্যাধুনিক সকল মেশিন ব্যাবহারসহ রোগীদের বেডসাইড এক্সরে, ইকো কার্ডিওগ্রাফী, আল্ট্রাসনোগ্রাফীসহ সকল পরীক্ষা নিরীক্ষা হয়ে আসছে।

নিজস্ব প্রতিবেদক 



















