ইংল্যান্ড ও ইউরোপ থেকে আগত একদল বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় ও তাফিদা রাকিব ফাউন্ডেশন-এর সৌজন্যে এবং মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও প্রত্যয় সমাজ কল্যাণ পরিষদ-এর ব্যবস্থাপনায় দোয়ারাবাজারের শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী এ ক্যাম্পে চক্ষু, মেডিসিন ও শিশু বিভাগ মিলিয়ে প্রায় ৬০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা, প্রেসক্রিপশন, চশমা ও ঔষধ প্রদান করা হয়। এর মধ্যে প্রায় ৮০ জন চক্ষুরোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

দোয়ারাবাজার প্রতিনিধি 



















