সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার রাজারগাঁও ২ নম্বর হাটখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পারিবারিক ভিটা নিয়ে বিরোধের জেরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের আত্মীয়স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নিজ ভিটা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আব্দুল খালিক মিয়ার তিন ছেলে কামাল, রেহান ও সেখান, তাদের চাচা সামসুদ্দুহা, মেয়ে ইয়ারুন ও তার স্বামী হাবিব মিলে একই বাড়ির মো. জসিম মিয়ার ওপর হামলা চালায়। তারা ধারালো ছুরি দিয়ে জসিম মিয়ার গলা কাটতে চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
জসিম মিয়াকে বাঁচাতে এগিয়ে আসলে তার মা ও ছোট ভাই মো. আজম মিয়াকেও ছুরিকাঘাত করে হামলাকারীরা। এতে তিনজনই গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অভিযুক্ত চারজন—কামাল, রেহান, সেখান ও সামসুদ্দুহা—জালালাবাদ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পারিবারিক বিরোধ থেকে এ হামলার ঘটনা ঘটেছে। মামলার প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের সিলেট ডেস্ক 



















