, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিজয় দিবসের দিনে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির অভিযান, সাড়ে পাঁচ কোটির বেশি টাকার চোরাচালানি জব্দ সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান: ১১ জন আটক সিলেটে দুই সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২, আহত ২২ সিলেটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অতিথি হোটেল সিলগালা, নারীসহ আটক ৬ মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে সিলেটে এক ব্যক্তির মৃত্যু সিলেটে বিএনপি-ছাত্রদলের নাম ব্যবহার করে চাঁদা দাবি ও হামলা, ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সিলেটে প্রতিবাদী অবস্থান

রিকশা চালকদের আন্দোলনের আড়ালে ছিলো সিলেট নগরীতে তান্ডব চালানোর ষড়যন্ত্র 

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের আন্দোলনের আড়ালে ভাড়াটিয়া লোক এনে নগরীতে তান্ডব, জনমনে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্র করা হয়েছিলো। এ ষড়যন্ত্রের উস্কানির অভিযোগে দুই বাম নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই অভিযোগে সব মিলিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দু’নেতা হলেন—বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর (৪৪) এবং সদস্য সচিব প্রণব জ্যোতি পাল (৪০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রিকশাচালকদের বিক্ষোভে ভাঙচুর, আতঙ্ক সৃষ্টি ও হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় মোট নয় জনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের অভিযোগ, ফ্যাসিস্ট অনুসারীদের অর্থায়ন ও প্ররোচনায় বহিরাগত শ্রমিক এনে বাম সংগঠনের নেতারা বিক্ষোভ আয়োজন করেন। বিক্ষোভকারীরা নগর ভবন ও ডিসি অফিসে হামলা, প্রধান ফটক ভাঙচুর এবং যানবাহন ভাঙচুর করে নগরীতে ব্যাপক তাণ্ডব চালায়।

এদিকে সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ব্যাটারিচালিত রিকশা ও হকারদের নগরজীবনের ‘বড় প্রতিবন্ধক’ উল্লেখ করে রোববার (২৮ সেপ্টেম্বর) কোর্ট পয়েন্ট থেকে গণ-পদযাত্রার করেছেন। এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, এ শহরটা আমাদের নিজের, সুন্দর শহর করার জন্য আমরা আজকে এসেছি। ব্যাটারিচালিত রিকশায় তারা ব্যাটারি না লাগিয়ে চালাতে পারে। তাদের ব্যাটারি দিয়ে চালাতে হবে কেন? ব্যাটারি ছাড়া তারা চলে আসুক। ব্যাটারি যখন বন্ধ হবে লোডশেডিং কমবে, তখন দুর্ঘটনা কমবে। পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

উল্লেখ্য, যানজট ও শৃঙ্খলা ফেরাতে গত ২৪ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

জনপ্রিয়

সিলেটে বিজয় দিবসের দিনে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার

রিকশা চালকদের আন্দোলনের আড়ালে ছিলো সিলেট নগরীতে তান্ডব চালানোর ষড়যন্ত্র 

প্রকাশের সময় : ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের আন্দোলনের আড়ালে ভাড়াটিয়া লোক এনে নগরীতে তান্ডব, জনমনে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্র করা হয়েছিলো। এ ষড়যন্ত্রের উস্কানির অভিযোগে দুই বাম নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই অভিযোগে সব মিলিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দু’নেতা হলেন—বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর (৪৪) এবং সদস্য সচিব প্রণব জ্যোতি পাল (৪০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রিকশাচালকদের বিক্ষোভে ভাঙচুর, আতঙ্ক সৃষ্টি ও হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় মোট নয় জনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের অভিযোগ, ফ্যাসিস্ট অনুসারীদের অর্থায়ন ও প্ররোচনায় বহিরাগত শ্রমিক এনে বাম সংগঠনের নেতারা বিক্ষোভ আয়োজন করেন। বিক্ষোভকারীরা নগর ভবন ও ডিসি অফিসে হামলা, প্রধান ফটক ভাঙচুর এবং যানবাহন ভাঙচুর করে নগরীতে ব্যাপক তাণ্ডব চালায়।

এদিকে সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ব্যাটারিচালিত রিকশা ও হকারদের নগরজীবনের ‘বড় প্রতিবন্ধক’ উল্লেখ করে রোববার (২৮ সেপ্টেম্বর) কোর্ট পয়েন্ট থেকে গণ-পদযাত্রার করেছেন। এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, এ শহরটা আমাদের নিজের, সুন্দর শহর করার জন্য আমরা আজকে এসেছি। ব্যাটারিচালিত রিকশায় তারা ব্যাটারি না লাগিয়ে চালাতে পারে। তাদের ব্যাটারি দিয়ে চালাতে হবে কেন? ব্যাটারি ছাড়া তারা চলে আসুক। ব্যাটারি যখন বন্ধ হবে লোডশেডিং কমবে, তখন দুর্ঘটনা কমবে। পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

উল্লেখ্য, যানজট ও শৃঙ্খলা ফেরাতে গত ২৪ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।