আর্তমানবতাবাদী সামাজিক সংগঠন আধুনিক সমাজ কল্যাণ সংস্থার সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মুনশীরবাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মুফতি মুহাম্মদ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানটি শুরু হয় ক্বারি শাফি আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আব্দুল হক চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসাইনের পরিচালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল হাফিজ, আলহাজ্ব তাহির আলী স্কুলের শিক্ষক আজম আলী, হোমিওপ্যাথি চিকিৎসক ক্বারি রিয়াজ উদ্দিন।
বক্তব্য রাখেন, সংঠনের ভাইস-চেয়ারম্যান বদরুল ইসলাম ও আব্দুর রব, সংস্থার সিনিয়র সহ-সভাপতি ডঃ গিয়াস উদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসেন,আবুল কালাম আজাদ ,খলিল আহমদ, মুন্সির বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান, চিকিৎসক ক্বারি আব্দুল জলিল, সহ সাধারণ সম্পাদক আলি আকবর সুমন, সাংগঠনিক সম্পাদক আবু মিয়া, সংস্থার কোষাধ্যক্ষ কয়েছ মিয়া, কার্যকারি সদস্য শেখ আব্দুল রহমান মিনহাজ ও ক্বারি সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক মিয়া ও সুফিয়ান আহমেদ।
রেজিষ্ট্রেশন প্রাপ্তি উপলক্ষে অনুষ্ঠানে মিষ্টি মুখ করান সংস্থার চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী জিলাল এবং সংস্থার শুভাকাঙ্ক্ষী তাজুল ইসলাম (ছনকারি গাঁও)।
উক্ত অনুষ্ঠানে প্রচণ্ড গরমের কারণে এবং অতিথিবৃন্দের আরাম নিশ্চিত করার জন্য একটি স্ট্যান্ড ফ্যান দেওয়ার প্রতিশ্রুতি দেন আলাউদ্দিন উরফে লম্বা আলাই।
অনুষ্ঠানটি ছিল সংস্থার সদস্য ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত এবং সাফল্যমণ্ডিত। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের উপস্থিতি সংস্থার ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দৃঢ় ও উৎসাহপূর্ণ করার প্রতিশ্রুতি দেয়।

প্রেস বিজ্ঞপ্তি 



















