অবৈধভাবে টিলা কর্তনের অভিযোগে সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে অবৈধভাবে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
তিনি জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত তাঁর নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায়
উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের নওয়াই দক্ষিণবাগ গ্রামে অভিযান চালিয়ে জনৈক সাইদুলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
এসময় গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষায় গোলাপগঞ্জ উপজেলায় অবৈধ টিলা কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান ইউএনও মিল্টন চন্দ্র পাল।

গোলাপগঞ্জ প্রতিনিধি 



















