বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির সমর্থনে সিলেটের জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঐতিহাসিক বটতলায় এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আয়োজন করতে হবে। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দেখতে চায়। এছাড়া স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
জামায়াতের কেন্দ্রীয় ৫ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ সময় সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, নায়েবে আমীর মামনুর রশিদ, সাবেক আমীর নাজমুল ইসলাম ও মাওলানা আব্দুল খালিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে উপজেলা জামায়াতের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে তামাবিল মহাসড়কসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা শ্রমিক কল্যাণ, উলামা, পেশাজীবী সংগঠন ও শিবির নেতাসহ বিপুল সংখ্যক কর্মী অংশ নেন।

জৈন্তাপুর প্রতিনিধি 



















