জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক জননেতা মাওলানা আবদুল মালিক চৌধুরী বলেছেন, “স্বৈরাচার ও দেশবিরোধী যে কোনো চক্রান্ত-ষড়যন্ত্রের বিরুদ্ধে জমিয়ত কর্মীরা সবসময় সোচ্চার থেকেছে। ভবিষ্যতেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হেফাজতে যেকোনো কোরবানির জন্য তারা প্রস্তুত থাকবে।”
তিনি আরও বলেন, “দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছরে মানুষের জান-মাল-ইজ্জতের হেফাজত করতে ব্যর্থ হয়েছে। তাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হেফাজতের জন্য জমিয়তকর্মীদের ত্যাগ স্বীকার করতেই হবে।”
গতকাল ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা সাংগঠনিক থানার অন্তর্গত ২৯ নং ওয়ার্ডে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের যোগদান ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভার্থখলাস্থ হোটেল গোল্ডেন ইন-এ। এতে সভাপতিত্ব করেন ২৯ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী এবং পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন—মহানগরীর সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান কাসেমী, দক্ষিণ সুরমা থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা ইসহাক এবং শাহপরান থানা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।
সভা শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ রুমেন আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তি 



















