বহুল প্রতীক্ষিত সিলেটের কানাইঘাট পৌরসভার শ্রীপুর টুকেরবাজার থেকে মনসুরিয়া পর্যন্ত রাস্তা উন্নয়নকাজ শুরু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাজের শুভ সুচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ফয়সল আহমদ, জামায়াত মনোনীত পৌরসভার মেয়র পদপ্রার্থী একেএম ওলি উল্লাহ।
জামায়াত নেতা একেএম ওলি উল্লাহ বলেন, দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে টুকেরবাজার টু মনসুরিয়া সড়কের উন্নয়ন কাজ। এ সড়কটি এলাকার মানুষজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—দৈনন্দিন যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং জরুরি পরিষেবার প্রধান রুট হিসেবেও এটি ব্যবহৃত হয়।
নতুন করে নির্মিত এই সড়ক আধুনিক মান বজায় রেখে, আরও টেকসই, মজবুত ও ব্যবহারবান্ধবভাবে তৈরি করা হবে। এতে এলাকাবাসীর বহুদিনের দুর্ভোগ লাঘব হবে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার দ্বার খুলে যাবে।

কানাইঘাট প্রতিনিধি 



















